অ্যাপল ও স্যামসাং ফোনে ক্যান্সার ঝুঁকি!

২৭ আগষ্ট, ২০১৯ ১১:৫০  
মাত্রাতিরিক্ত রেডিয়েশনের কারণে ক্যান্সার ঝুঁকির আশঙ্কা রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এবং স্যামসাং স্মার্টফোনে। অ্যাপলের আইফোন এক্সসহ বিভিন্ন মডেলের আইফোন এবং স্যামসাংয়ের সাম্প্রতিক গ্যালাক্সি মডেলের ফোনগুলোতে এমন ঝুঁকি পাওয়া গেছে। পরীক্ষায় আইফোন ৮, আইফোন ১০ এবং গ্যালাক্সি এস ৮- এই ঝুঁকির প্রমাণ মিলেছে। ফোনগুলোতে ফেডারেল কমিউনিকেশন কমিশনের বেধে দেয়া সীমার পাঁচ গুণ বেশি রেডিয়েশনের অভিযোগ করা হয়েছে। অভিযোগে মাত্রাতিরিক্ত রেডিয়শনের কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকির কথা এতে উল্লেখ করা হয়েছে। শিকাগো ট্রিবিউনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। পত্রিকাটির প্রতিবেদনের ভিত্তিতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলাও হয়েছে।